Office: +8802-41031722
Hotline: +8801332539801
গার্মেন্টস এক্সেসরিজের আড়ালে এলো ৮ কোটি টাকার সোনা
Back to All News

চীন থেকে ফেব্রিক্সের মধ্যে লুকিয়ে আনা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১১ কেজি (৯৬টি বার) সোনা জব্দ করেছে ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) কাস্টম গোয়েন্দার বিশেষ এক অভিযানে ডেলিভারি গেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ফিরোজ আলম (২৫) মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে (উত্তরা) এয়ারফ্লাইট ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

 

মহাপরিচালক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গোয়েন্দার বিশেষ এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
 
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ইনভেন্ট্রিকালে এয়ারওয়েবিল এর মাধ্যমে আমদানিকৃত ফেব্রিক্স এর ভাঁজের মধ্যে ২টি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো ৪টি বান্ডেল পাওয়া যায়। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বান্ডেল খুলে ১৬টি করে মোট ৬৪টি স্বর্ণবার পাওয়া যায়। এর ওজন ৭ দশমিক ৪২ কেজি (প্রতিটি ১১৬ গ্রাম করে)। এরপর অপর একটি আমদানিকৃত ফেব্রিক্স থেকে ১টি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো ২টি বান্ডেল পাওয়া যায়।

আব্দুর রউফ বলেন, বান্ডেল খুলে ১৬টি করে মোট ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৩ দশমিক ৭১২ কেজি (প্রতিটি ১১৬ গ্রাম করে), যার সর্বমোট আনুমানিক মূল্য ৮ কোটি টাকা।
 
তিনি বলেন, ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে সোনার বারগুলো অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। এক্ষেত্রে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মতৎপরতায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Sayem Sobhan Anvir elected BAJUS president

Sayem Sobhan Anvir elected BAJUS president

Read More
BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৮৫৬/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৩১৭/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭০০/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২২১/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২১০/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮১/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৭৯৬২/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১৩৬/-