বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পাবনা জেলা শাখার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের সোনাপট্টিতে পাবনা চেম্বার অব কমার্স ভবনের চতুর্থ তলায় বাজুস পাবনা শাখার কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক উত্তম ঘোষ, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন, বাজুস রাজশাহী বিভাগের বিভাগীয় প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম অপু।
মতবিনিময়সভার প্রধান অতিথি জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুস তৈরি হওয়াতে সারা দেশে জুয়েলারি ব্যবসায়ীরা সংগঠিত হয়েছেন, বাজুস আজ দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। বাজুস ক্রেতাদের ঠকানোর হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে বাজুস। বাজুস সোনার দর আন্তর্জাতিক বাজারদর ঠিক রেখে দর নির্ধারণ করে যাচ্ছে।
বাজুস পাবনা জেলা শাখার সভাপতি কুতুবউদ্দিন শেখ সুইটের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন বাজুস পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাইদুল ইসলাম সাইদ, সহসভাপতি ইবরাহীম বিশ্বাস মিঠু, সহসভাপতি আকুল হোসেন প্রামানিক, সহসভাপতি মো. মামুন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হ্যাপি, কার্যকরী সদস্য বাদশা সরদার, মনিরুল ইসলাম মনির, মো. সুজন।
বাজুস পাবনা জেলা শাখার সভাপতি কুতুবউদ্দিন শেখ সুইট বলেন, কেন্দ্রীয় বাজুসের সহযোগিতায় পাবনা বাজুস শতভাগ নিরাপত্তার সাথে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালিত করে আসছে।