বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুসের মতবিনিময়সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীদের একটি মালায় গেঁথে নিয়েছেন। এই মালার দৈর্ঘ্য এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া।
আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হল রুমে বাজুস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক সমীর কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।
এসময় নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য এবং বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইকবাল উদ্দিন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের স্বপ্ন এখন সফল। স্বর্ণ ব্যবসায়ীরা এখন নিজের পাশাপাশি দেশকেও সমৃদ্ধশালী করছেন।
এটা সম্ভব হয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা একটা শৃঙ্খলার মধ্যে এসে ব্যবসার মান ঠিক রেখে সঠিকভাবে ব্যবসা করছেন।’
মতবিনিময়সভায় আরো বক্তব্য দেন নোয়াখালী জেলার বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ীবৃন্দ। বক্তারা এমন অনন্য উদ্যোগের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানান।
সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালীর জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এরআগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।