বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি ও বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, পোশাকের পর স্বর্ণশিল্পই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আর এই অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি সায়েম সোবহান আনভীর। ‘আমরা যে গোল্ডবার রিফাইনিংয়ে যাব, সেখানে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। আমরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাব।’ গতকাল সোমবার পৌরসভার আশা কমিউনিটি সেন্টারে বাজুস মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময়সভার প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজুস মানিকগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট হাজি আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিধান মালাকার (সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্ট), মো. রিপনুল হাসান (কার্যকরী সদস্য ও সদস্য প্রমুখ।