Office: +8802-41031722
Hotline: +8801332539801
'জুয়েলারি শিল্প দ্রুত বিশ্ব বাজারে অবদান রাখবে'
Back to All News

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প দ্রুত বিশ্ব বাজারে অবদান রাখবে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন বাজুস নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, জুয়েলারি শিল্পে আমরা ৪০ বছরে যা করতে পারিনি তা মাত্র ১০ মাসে সম্ভব হয়েছে বাজুসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বের কারণে। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে। 

 

বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপ এর সদস্য সচিব মোঃ রিপনুল হাসান ও বাজুস এর কার্যনির্বাহী সদস্য মোঃ ফেরদৌস আলম শাহীন। 

রোকন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সম্পাদক শ্রী বাসুদেব নন্দি প্রমূখ। 

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এখন কোন ফি ছাড়াই বাজুসের সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই দ্রুত আপনারা সদস্য হয়ে যান। তবে কেউ অবহেলা করে সদস্য না হলে আগামীতে আর ফি ছাড়া সদস্যপদ দেয়া হবে না। এই সমিতিকে বেগবান করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। 

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Sayem Sobhan Anvir elected BAJUS president

Sayem Sobhan Anvir elected BAJUS president

Read More
BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৮৫৬/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৩১৭/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭০০/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২২১/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২১০/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮১/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৭৯৬২/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১৩৬/-