Hotline: +8809612120202
‘জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে কাজ করছে বাজুস’
Back to All News

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে আসতে কাজ করছে বাজুস। যার নেতৃত্ব দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর। যিনি দক্ষ হাতে সংগঠন পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের সুদিন ফিরিয়ে আনার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রেখে ভোক্তাদেরও আস্থার জায়গা তৈরিতে গুরু দায়িত্ব পালন করছেন। 

বৃহস্পতিবার বিকালে জামালপুরে জুয়েলারি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বাজুসের সভাপতির যোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় সারাদেশের বাজুসের বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ জুয়েলারি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে। এসব সভায় জুয়েলারি ব্যবসায় নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে বাজুসের প্রতি জুয়েলারি ব্যবসায়ীদের আস্থা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বাজুসের সদস্য পদ পাওয়ার নিয়মকানুনও অনেক সহজ করা হয়েছে। ফলে বর্তমানে বাজুসের সদস্য সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এই ব্যবসার সাথে জড়িত সবাইকে বাজুসের সদস্যপদ গ্রহণ করার পাশাপাশি স্বর্ণের গুণগত মান বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

 

বাজুস জামালপুর জেলা শাখার সভাপতি ফাররোখ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুসের সহ-সম্পাদক ও বাজুসের স্ট্যান্ডিং কমিটির ল এন্ড মেম্বারশিপের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান এবং বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য চন্দন কুমার ঘোষ।

মতবিনিময় সভার শুরুতেই প্রধান অতিথি বাজুসের সাধারণ সম্পাদকসহ অন্যান্য অতিথিদের বাজুস জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস বণিক জেলা শাখার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন। 

বাজুস জেলা শাখার এই মতবিনিময় সভায় জেলার ৭ উপজেলা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও সাধারণ জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Anvir new BAJUS President

Anvir new BAJUS President

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১০১৮৫/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭২২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮৩৩৩/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৭২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৭০৮/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১১০/-