Hotline: +8809612120202
শেখ হাসিনার হাত দিয়েই যুগোপযোগী স্বর্ণ নীতিমালা হয়েছে : কুড়িগ্রামে বাজুস নেতৃবৃন্দ
Back to All News

‘আগে স্বর্ণ ব্যবসায়ীদের চোরাকারবারী ভাবা হতো। স্বর্ণ ব্যবসা মানে তার কোনো বৈধতা নেই-এমনটিও বলা হতো। যুগোপযোগী নীতিমালা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণ ব্যবসায়ীদের এ কালিমা থেকে মুক্তি দিয়েছেন।’ 

বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভায় এসব কথা বলেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ডা. দিলীপ কুমার রায়।

তিনি বলেন, ‘ধসে পড়া স্বর্ণ ব্যবসার ঐতিহ্যকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শিল্প পরিবারের সন্তান, বসুন্ধরা গ্রুপের এমডি, বাংলাদেশের জুয়েলারি সমিতির সভাপতি সায়েম সোবহান আনভীর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।’

 

দিলীপ কুমার রায় বলেন, ‘স্বর্ণ ব্যবসার জন্য প্রধানমন্ত্রী একটি নীতিমালা করে দিয়েছেন। সেই নীতিমালাটি বাস্তবায়ন করার জন্য আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর সিদ্ধান্ত নিতে হবে বলেই বর্তমান প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, এই শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে, বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলতে হলে, আমাদের আর বিদেশ থেকে পণ্য আমদানি করলে চলবে না।বাংলাদেশেই শিল্প-ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। বেকার স্বর্ণশিল্পীদের আবারও এই শিল্পে ফিরিয়ে আনতে হবে। নতুন কর্মযজ্ঞ শুরু করে দেশে স্বর্ণালঙ্কার তৈরি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বাইরের দেশে রপ্তানিও করতে হবে।’

কুড়িগ্রাম জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সদস্য এনামুল হক সোহেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং’র কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব রিপনুল হাসান, বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল প্রমুখ। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে বাজুসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দেড়শ’ জন জুয়েলারি মালিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পরে জুয়েলারি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, ‘সব স্বর্ণ ব্যবসায়ীকে একই ছায়াতলে সমবেত হতে হবে। তাহলে চুরি, ডাকাতি বন্ধ হবে। বদনাম ও কলঙ্ক দূর হবে। বাজুস সব সময় আপনাদের পাশে আছে, থাকবে। আমরা হটলাইন নাম্বার দিয়ে দেবো। কোনো সমস্যা হলেই আমাদের জানাবেন। বাজুস সঙ্গে সঙ্গে আপনার পাশে দাঁড়াবে।’


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Anvir new BAJUS President

Anvir new BAJUS President

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১০২৫৭/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭৯১/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮৩৯২/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৭২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৭৫৬/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১১০/-