Hotline: +8809612120202
দেশে গোল্ড ব্যাংক চায় বাজুস
Back to All News

বাংলাদেশে গোল্ড ব্যাংক এবং গোল্ড এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করতে সরকার প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

মঙ্গলবার বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন কার্যালয় উদ্বোধীন অনুষ্ঠানে এ আহবান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সভাপতিত্ব করেন বাজুস এর প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনভীর বলেন, বাংলাদেশের স্বর্ণ ব্যাবসায়ীদের অনেক প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা কাটাতে প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাজুস নেতাদের একটি যৌথ মিটিং এর প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশে একটি গোল্ড ব্যাংক এবং গোল্ড এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এতে দেশে গোল্ডের মজুত বাড়বে। এ কাজে বাংলাদেশ ব্যাংকের সহযোগীতা প্রয়োজন। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই কাজে হস্তক্ষেপ না করে এই সেক্টরের উন্নতি করা সম্ভব নয়।

জুয়েলারি ব্যবসায়ীদের উদ্যোশ্যে তিনি বলেন, এখন সময় এসেছে জুয়েলারি ফ্যাক্টরির দিতে নজর দেবার। আমরা শুধু স্বর্ণ ইমপোর্ট করবো কেন? আমরা স্বর্ণ এক্সপোর্ট করতে চাই।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোল্ড ব্যাংকের বিষয়ে বিস্তারিত জেনে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারি। আমি আসা করছি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বললে উনি রাজি হবেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বর্ণর্ শিল্পীদের হাতের কাজ খুব সুন্দর।  এ খাত দিয়ে আন্তোর্জাতিক বাজারেও আমাদের খ্যাতি অর্জন করা সম্ভব। এটি একটি মূল্যবান শিল্প। এই শিল্পে আমাদের নজর দেয়া দরকার।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আমি সারাটা জীবন ব্যবসার সঙ্গে ছিলাম, এখন মন্ত্রী হয়েছি। সরকারি অফিস থেকে কাজ বের করা কি কঠিন কাজ এটা সকলেই জানেন। পদে পদে বাঁধা।

আহমেদ আকবর সোবহান বলেন, গার্মেন্টস শিল্পকেও ছাড়িয়ে যাবে জুয়েলারি শিল্প।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Jewellery Industry needs unity: BAJUS President Sayem Sobhan Anvir

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Anvir new BAJUS President

Anvir new BAJUS President

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭৯০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৩৪৫/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮০১০/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮০/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৭২/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৪৪৮/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১১০/-