Office: +8802-41031722
Hotline: +8801332539801
সবাইকে এক রেটে স্বর্ণ বিক্রি করতে হবে: নড়াইলে বাজুস নেতারা
Back to All News

‘ভ্যাট ও মজুরি ছাড়া কেউ স্বর্ণ বিক্রি করবেন না। সারাদেশে বাজুস কর্তৃক নির্ধারিত রেটে সবাইকে স্বর্ণ বিক্রি করতে হবে।’ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নড়াইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে একথা বলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। 

শনিবার সকাল সাড়ে ১১টায় নড়াইলের রূপগঞ্জ বাজারে বেস্ট কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইলের বাজুস সভাপতি স্বপন কুমার বিশ্বাস। এসময় প্রধান অতিথি বলেন, ‘স্বর্ণের গুণগত মান ঠিক রাখতে হবে এবং ভ্যাট ও মজুরি নিয়ে স্বর্ণ বেচা-কেনা করতে হবে। কেনার সময় অবশ্যই বিক্রেতার মালিকানার প্রমাণ দিতে হবে। যদি দিতে না পারে তাহলে তাঁর জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার রাখতে হবে। এসময় কমপক্ষে দুইজন সাক্ষী থাককে হবে, প্রয়োজনে ছবি তুলে রাখুন।’
 
সভায় বক্তারা বলেন, ‘বাঙালি জাতি যেমন ভাগ্যবান শেখ হাসিনার মতো একজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে, তেমন আমরা স্বর্ণ ব্যবসায়ীরা ভাগ্যবান যে সায়েম সোবহান আনভীরের মতো একজন বিচক্ষণ নেতৃত্বকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। আমাদের বাজুস সভাপতির নেতৃত্বে নবজাগরণ তৈরি হয়েছে। তার হাত ধরেই এ ব্যবসা স্বর্ণযুগে ফিরেছে।’
 
বক্তরা আরও জানান, এখনো যারা বাজুসের সদস্য হননি তারা দ্রুত সদস্য হয়ে যান। সময় এসেছে, দেশের সব স্বর্ণ ব্যবসায়ীকে আজ বাজুসের পতাকাতলে এক হওয়ার। প্রত্যেক সদস্যকে মেম্বারশিপ কার্ড দেওয়া হবে। এতে করে তাঁর যেকোন সমস্যায় কেন্দ্রীয় কমিটি সব ধরনের সহয়তা করবে। আগে যেখানে মাত্র কয়েক হাজার সদস্য ছিল সেখানে বর্তমানে প্রায় ৪০ হাজার সদ্যসের পরিবার বাজুস। সব ধরনের সমস্যা দূর করতে বাজুসের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন।
 
নড়াইলে সব স্বর্ণ ব্যবসায়ীদের যৌথভাবে একটি হলমার্ক টেস্ট ল্যাব স্থাপনের আহ্বান জানান বক্তারা। এতে স্বর্ণ কেনা-বেচায় সঠিক মান ও দাম বজায় রেখে লাভবান হবেন সবাই। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুস উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বরশিপ মাসুদর রহমান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য রকিবুল ইসলাম চৌধুরী।  
 
বাজুস নড়াইলের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি গুরুদাস স্বর্ণকার, লোহাগড়া উপজেলার সভাপতি নির্মল কুমার পোদ্দার, নড়াইলের সহ-সভাপতি দিলীপ কুমার রায়, সাইফুল আলম, স্বর্ণ ব্যবসায়ী রীনা রাহা ও গৌতম সাহা প্রমুখ।
 
স্থানীয় ব্যবসায়ীরা সারাদেশে এক দামে স্বর্ণ বিক্রির ব্যবস্থা নিতে ও বিভিন্ন সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি দিতে বলেন। এসময় উপস্থিত সবাইকে বাজুসের হটলাইন নম্বর +৮৮০৯৬১২১২০২০২ দেওয়া হয়। যেকোন সমস্যা বা সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা এই নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়।  


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Sayem Sobhan Anvir elected BAJUS president

Sayem Sobhan Anvir elected BAJUS president

Read More
BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৮৫৬/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৩১৭/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭০০/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২২১/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২১০/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮১/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৭৯৬২/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১৩৬/-