Office: +8802-41031722
Hotline: +8801332539801
কেরানীগঞ্জে জুয়েলারি দোকান থেকে ১৫০ ভরি স্বর্ণ চুরি
Back to All News

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ১৫০ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা চুরি হয়েছে। সোমবার (১ আগস্ট) গভীর রাতে উপজেলার কলাতিয়া বাজারের মন্দির মার্কেটের কাঁকন জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের টিনের চাল কেটে এসব গহনা চুরি করা হয়। চুরি হওয়া গহনার দাম প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

জুয়েলার্সটির মালিক কানাই চন্দ্র মৃধার ছোট ভাই চানতোষ চন্দ্র মৃধা বলেন, আমার ভাই গতকাল রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। দোকানের কারিগর সকালে দোকান খুলে দেখে, সিন্দুকসহ সব এলোমেলো। পরে সে আমার ভাইকে ফোন করে ব্যাপারটি জানালে আমরা গিয়ে দেখি গহনা সব উধাও। কলাতিয়া পুলিশ ফাঁড়ির আধা কিলোমিটারের ভেতরে, বাজারের মাঝখানের দোকানে এমন চুরির ঘটনা ঘটলে মানুষ যাবে কোথায়? বাজার কমিটির পাহারাদারদের অবহেলাও এড়ানো যায় না।

দোকানের মালিক কানাই চন্দ্র মৃধা জানান, দোকানের টিনের চাল, রডের জালি কেটে এবং দু’টি সিন্দুকের প্রায় ১২টি তালা ভেঙে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা নিয়ে গেছে। যার মধ্যে বন্ধকের গহনাও ছিল। দোকানে থাকা এটিএম কার্ড থেকেও এক লাখ টাকা তুলেছে চোরের দল। দোকানে এতো সিকিউরিটি দিয়েও চুরি থামানো গেল না। আমি কোথা থেকে মানুষের স্বর্ণ ফেরত দেব। আমার আর কিছুই রইল না।

 

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাছাড়া ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। পিবিআই, এনএসআই কর্মকর্তারাও ঘটনাটি আলাদাভাবে তদন্ত করছেন। আমরা কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। আশা করছি, চোর ধরা পড়বে।


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Sayem Sobhan Anvir elected BAJUS president

Sayem Sobhan Anvir elected BAJUS president

Read More
BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৮৫৬/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৩১৭/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭০০/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২২১/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২১০/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮১/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৭৯৬২/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১৩৬/-