সিলেটে বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে সাড়ে ৫ হাজার প্যাকেট ত্রাণ হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। পাশাপাশি কানাইঘাটে আরও আড়াই হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করছে। এর আগেও সিলেটে বন্যার্তদের সহায়তায় দুই দফায় আরও ১২ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করে বসুন্ধরা গ্রুপ।
আজ শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে এসব ত্রাণ গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ফরেন অ্যাডভাইজার ড. সাজ্জাদ হায়দার, হেড অব পাবলিক রিলেশন অফিসার (পিআর) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, এমডি সেক্রেটারি আমিনুল ইসলাম প্রমুখ।