‘বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশে জুয়েলারি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সভাপতির প্রত্যাশা সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের ছাতার নিচে নিয়ে আসা। সকলে ঐক্যবদ্ধ হওয়া। তাহলে সবাই মিলে আমাদের ব্যবসাকে সম্মানের স্থানে নিয়ে যেতে পারবো’।
শুক্রবার বিকালে ময়মনসিংহে নগরীর হোটেল হেরা’তে বাজুসের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বণার্ঢ্য এ আয়োজনে ময়মনসিংহ জেলা সদরসহ বিভিন্ন উপজেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে উপস্থিত ছিলেন বাজুসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মালিক মো. হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপ এম এ ওয়াদুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপ মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপ রিপনুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজুস ময়মনসিংহের সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন বাজুস ময়মনসিংহের সহ-সভাপতি এম এ কবীর। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তোলে দেয়া হয়। এ সময় সায়েম সোবহান আনভীরের পক্ষে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন বাজুস উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এম এ ওয়াদুদ খান বলেন, জুয়েলারি ব্যবসার সমস্যা সঙ্কট গুলো ধীরে ধীরে দূর হবে। আমাদের ব্যবসার সমন্বয়হীণতা কেটে যাবে।
তিনি বলেন, বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর একজন আলোকিত মানুষ। তিনি কাজ পছন্দ করেন। জুয়েলারি ব্যবসার নেতিবাচক ধারণাকে তিনি ইতিবাচক ধারণায় রূপ দিতে চান।
এ সময় তিনি আরও বলেন, স্বর্ণ বাংলাদেশের সম্পদ। এ ব্যবসায় জড়িত থেকে আমরা গর্বিত। আমাদের বর্তমান সভাপতি সকলকে দ্রুত বাজুসের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ ভবিষ্যতে সদস্য হওয়া কঠিন হয়ে পড়বে। বাজুস সব সময় তার সদস্যদের পাশে থাকবে।
বিশেষ অতিথির ভাষণে মাসুদুর রহমান বলেন, আজ একটি আনন্দের দিন। নতুন সদস্যদের বরণ করে নেয়া হচ্ছে। জুয়েলারি ব্যবসায়ী ভাইয়েরা আজ এক হচ্ছেন। এ ব্যবসা একটা সম্মানের ব্যবসাতে রূপ নিচ্ছে।
তিনি বলেন, এ সবই সম্ভব হচ্ছে বর্তমান সম্মানিত সভাপতি সায়েম সোহবান আনভীরের যোগ্য নেতৃত্বের কারণে। সামনের দিন গুলোতে আপনারা অনেক সুখবর পাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. রিপনুল হাসান বলেন, সভাপতির প্রত্যাশা সকল জুয়েলারি ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসা। তাই আমাদের ঐক্যবদ্ব হতে হবে। সভাপতির হাতকে শক্তিশালী করতে হবে। তাহলে আবার আমরাই শক্তিশালী হবো।
বাজুস ময়মনসিংহের সহ-সভাপতি এম এ কবীর বলেন, বর্তমান সভাপতির নেতৃত্বে বাজুস ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। সভাপতির নির্দেশনায় বাজুস আরো এগিয়ে যাবে।
স্বাগত বক্তব্যে বাজুস ময়মনসিংহের সাধারণ সম্পাদক শ্রী চন্দুন কুমার ঘোষ বলেন, সম্মানিত ও সুযোগ্য বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের সার্বিক দিক নির্দেশনায় আজ আমরা একত্রিত হতে পেরেছি। নতুন সদস্য সংগ্রহে এ জেলা প্রথম স্থান অর্জন করেছে।