বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন একটি গর্বিত ও ঐতিহ্যবাহী সংগঠন হবে। বাঙালির চিরাচরিত ইতিহাস ও কৃষ্টি-কালচারে এ শিল্পের সংযুক্তি আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আগামীতে জুয়েলারি শিল্প আরো সমৃদ্ধ হবে। হারিয়ে যাওয়া ইতিহাস আবারো ফিরে আসবে।
আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার রংপুরের একটি হোটেলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আয়োজিত রংপুর বিভাগীয় প্রতিনিধিসভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুসের সহসভাপতি আনোয়ার হোসেন, মেম্বার সেক্রেটারি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স মিজানুর রহমান মানিক, মেম্বার সেক্রেটারি জয়নাল আবেদীন খোকন, মেম্বার সেক্রেটারি রিপনুল হাসান, এস কে আবু সোহেল পিএস টু প্রেসিডেন্ট, রংপুর জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, বাজুস দিনাজপুর জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকলেছার রহমান, বাজুস লালমনিরহাট জেলা সভাপতি হিমাংশু সরকার, লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, বাজুস নীলফামারী জেলা সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, বাজুস ঠাকুরগাঁও জেলা সভাপতি খোকন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পঞ্চগড় জেলা সভাপতি নবীন চন্দ্র্র বণিক, সাধারণ সম্পাদক মধুসুদন বণিক, বাজুস গাইবান্ধা জেলা সভাপতি শ্রী মনিদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু, কুড়িগ্রাম জেলা সভাপতি দুলাল চন্দ্র্র রায়, সাধারণ সম্পাদক বাদল সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর সাড়ে বারো হাজার কোটি টাকায় রিফাইনারি প্রজেক্ট হাতে নিয়েছেন। যেখানে দেশের বাইরের তরল সোনা রিফাইনারি হয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে বিস্কুট (বার) ও স্বর্ণালঙ্কার আকারে রপ্তানি হবে।
বক্তব্যের শুরুতে তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণ নীতিমালা প্রণয়নের জন্য আন্তরিক অভিবাদন জানিয়ে বাজুসের নবনির্বাচিত সভাপতি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক, দক্ষ সংগঠক সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা শিগগিরই রংপুরেও স্বর্ণের ডিলারসহ ফ্যাক্টরি প্রতিষ্ঠা করব। এতে আপনাদের আর ঢাকা যেতে হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাজুসের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, রাজনীতি বা অন্য সেক্টরে যতটা না জটিল তার চেয়ে বেশি জটিল একজন সফল ব্যবসায়ী হওয়া। বাজুসের বর্তমান সভাপতি জুয়েলারি ব্যবসাকে দেশের পাশাপাশি বিশ্বের কাতারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। আমাদের সংগঠিত হয়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। যেকোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচতে হলে আমাদের এ সংগঠনের সদস্য হতে হবে। আমরা সারা দেশব্যাপী একত্রিত হলে আমাদের এই শিল্প আরো বেশি সমৃদ্ধ হবে। আমরা সামনে দেশ থেকে গোল্ড বিস্কুট রপ্তানি করব।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার ৪৯টি উপজেলার বাজুসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।