বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় বাজুস জেলা শাখা এ আয়োজন করে।
বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কিমিটির সহ সভাপতি মো. রিপনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. ইমরান চৌধুরী, সদস মো. মজিবর রহমান।
প্রধান অতিথি রিপনুল হাসান বলেন, ‘আমাদের সভাপতি সায়েম সোবহান আনভীর জুয়েলারিকে শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছেন। তিনি প্রতিনিয়ত জুয়েলার্স সদস্যদের খোঁজ রাখেন। জুয়েলার্সরা কেমন আছেন, কিভাবে আছেন তা নিয়েও প্রতিনিয়ত তিনি খোঁজ রাখছেন।’