বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের খুলনা ও বগুড়া জেলা শাখার পৃথক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, স্বর্ণশিল্প দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। স্বর্ণের সোনালি যুগ ফিরিয়ে আনতে দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর কাজ করে যাচ্ছেন। তিনি সভাপতি হওয়ার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। অতীতের যে-কোনো সময়ের চেয়ে বর্তমানে বাজুস শক্তিশালী অবস্থানে রয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বগুড়ার পাঠানো খবর-
খুলনা : বাজুস খুলনা জেলা কমিটির মতবিনিময় সভা গতকাল খুলনা ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজুসের জেলা সভাপতি সমরেশ চন্দ্র সাহা। প্রধান অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাজুস উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সহসম্পাদক মো. জয়নাল আবেদিন খোকন, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ ও কাজী নাজনিন হোসেন। বক্তারা বলেন, বাজুস অনেক পুরনো সংগঠন কিন্তু সায়েম সোবহান আনভীর সভাপতি হওয়ার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। অতীতের যে-কোনো সময়ের চেয়ে বাজুস শক্তিশালী অবস্থানে রয়েছে। বগুড়া : বাজুস বগুড়া জেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা গতকাল দুপুর ১২টায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, স্বর্ণশিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। এ শিল্প দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। স্বর্ণের সোনালি যুগ ফিরিয়ে আনতে আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর কাজ করে যাচ্ছেন। বাজুস বগুড়া জেলা সভাপতি মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুসের সহসম্পাদক মো. লিটন হাওলাদার, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য এনামুল হক সোহেল ও প্রণব সাহা এবং জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু।