বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর হাত ধরে এখন সম্মানজনক অবস্থায় জুয়েলারি ব্যবসা। আর এর পেছনে রয়েছেন বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর। বাজুস অনেক আগের সংগঠন কিন্তু বর্তমান সভাপতি দায়িত্ব নেওয়ার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। সংগঠনটির সদস্য সাত হাজার থেকে বেড়ে ৪০ হাজারে রূপান্তরিত হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী।
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের এক মিলনায়তনে বাজুস জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাজুস জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ এস নূরুন নবী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের সহ-সভাপতি আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, লিটন হাওলাদার, সদস্য রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সদস্য এনামুল হক সোহেল, বাজুস জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা প্রমুখ।