বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেছেন, 'দেশের চলমান অর্থনৈতিক সংকটে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে চায় বাজুস। আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে বদ্ধ পরিকর। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকারকে সহযোগিতা দিয়ে পাশে থাকবে বাজুস।'
আজ কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. দিলীপ কুমার রায়। শহরের ঝাউতলা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের হলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, প্রণব সাহা ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি প্রমুখ।
এছাড়াও সংগঠনের উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন রামু উপজেলা প্রতিনিধি রুপন ধর, টেকনাফ উপজেলা প্রতিনিধি স্বপন ধর, টেকনাফ পৌরসভা প্রতিনিধি নিবু রাখাইন, উখিয়া প্রতিনিধি সয়ন ধর, ঈদগাঁও প্রতিনিধি সিরাজুল হক, হ্নীলা প্রতিনিধি শিমুল ধর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিটন ধর।