বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নেত্রকোনা জেলা শাখার এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের অজহর রোডের মজুমদার পার্টি সেন্টারে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ মো. রিপনুল হাসান, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উত্তম ঘোষ ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য চন্দন কুমার ঘোষ।
নেত্রকোনা জেলা শাখার সভাপতি চঞ্চল সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক সরকার।
এ সময় প্রধান অতিথি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, 'বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে স্বর্ণ ব্যবসায়ীদের আস্থার জায়গা অর্জন করেছে বাজুস। আত্মমর্যাদাশীল একটি সংগঠন হিসেবে বাজুস দেশের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করবে। এ জন্য বাজুসের সুযোগ্য সভাপতির নির্দেশনায় ও নেতৃত্বে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা এক ছাতার নিচে সমবেত হতে চাই। '
সাবাইকে বাজুসের সদস্যপদ গ্রহণের আহ্বান জানিয়ে বিশেষ অতিথি মো. রিপনুল হাসান বলেন, 'আমরা সবাই স্বচ্ছতার সাথে ব্যবসা করতে চাই। সভাপতি সায়েম সোবহান আনভীর বাজুসের সদস্যদের পাশে থেকে সব সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকব। '
সভায় জেলার ১০ উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। মতবিনিময় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।