শরীয়তপুরে বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তর বাজার এলাকার ড্রিমল্যান্ড চায়নিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজুস শরীয়তপুর শাখার আহ্বায়ক বাবু মৃদুল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি এম এ হান্নান আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট সদস্য বাবু পবিত্র চন্দ্র ঘোষ, বাজুসের কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মজিবর রহমান খান, বাজুসের কার্যনির্বাহী সদস্য কাজী নাজনীন হোসেন।
সভা সঞ্চালনা করেন বাজুস শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজল রায়। সভায় জেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ ছাড়া সব অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বাজুসের সম্মানিত সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুসের হাত ধরে এখন সম্মানজনক অবস্থায় জুয়েলারি ব্যবসা। বাজুস অনেক পুরনো সংগঠন, কিন্তু বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর আসার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান আজাদ বলেন, 'বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে তারা সারা দেশে বাজুসের সদস্য বৃদ্ধির কাজ করে যাচ্ছেন। তারা মনে করেন, তার নেতৃত্বে ভেজাল ও চোরাই সোনা বিক্রি বন্ধ হবে। স্বচ্ছতার সঙ্গে প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ী তাদের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন।