Office: +8802-41031722
Hotline: +8801332539801
ভালুকায় জুয়েলার্সে ডাকাতি : সমবেদনা জানিয়ে সব দোকান বন্ধ
Back to All News

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমবেদনা জানিয়ে সব স্বর্ণের দোকান মালিকরা তাদের দোকান বন্ধ রেখেছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা বাবু জানান, ‘ঘটনার পর থেকে এখানকার জুয়েলার্স মালিকদের মাঝে আতঙ্ক কাজ করছে। তাছাড়া আমাদের ব্যবসায়ী বন্ধু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই আজ বৃহস্পতিবার ঘটনার সমবেদনা জানিয়ে উপজেলার সকল স্বর্ণের দোকান বন্ধ রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন অতি দ্রুত ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হবে।’

উল্লেখ্য, বুধবার রাত ৯টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্স নামের একটি দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে অতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানের কাউন্টারের শোকেসে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে গফরগাঁওয়ের দিকে চলে যায়।

 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাটির তদন্ত করছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।’ 


Related News

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

সায়েম সোবহান আনভীর বাজুস সভাপতি নির্বাচিত

Read More
স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

স্বর্ণের জনপ্রিয়তা বাড়বে নতুন বছরে

Read More
Sayem Sobhan Anvir elected BAJUS president

Sayem Sobhan Anvir elected BAJUS president

Read More
BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

BAJUS central committee President Anvir congratulates as Ctg unit leaders take oath

Read More
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৯৪৬/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১১৪০৩/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৯৭৭৪/-
  • ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২২১/-
  • ২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ২১০/-
  • ১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৮১/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮০২৫/-
  • সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ১৩৬/-