চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) শফি আলম নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম।
রবিবার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে কর্তব্যরত কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান জানান, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।